Site icon Jamuna Television

হাল্যান্ডের জোড়া গোলে মৌসুমের ১ম ম্যাচে জয় পেলো ম্যানসিটি

মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে বার্নলি’কে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।

শনিবার (১২ আগস্ট) বার্নলির মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪ মিনিটের মাথায় ডি-বক্সে জটলার ভেতরে রদ্রির হেড থেকে বল পেয়ে যান হাল্যান্ড। এরপর চমৎকার ফিনিশিংয়ে স্কোর লাইন ১-০ করেন এ নরওয়েজিয়ান। এরপর, খেলার ৩৬ মিনিটে জুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। আর খেলার ৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রদ্রি। জটলার মধ্য থেকে তার বুলেট গতির শটে বার্নলির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

/এসএইচ

Exit mobile version