Site icon Jamuna Television

রোহিঙ্গাদের প্রথম ধাপের পুনর্বাসন কাজ শিগগিরই শুরু: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের প্রথম ধাপের পুনর্বাসন কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘রোহিঙ্গা সংকট, চ্যালেঞ্জ এবং সমাধান’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘কমানড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সেমিনারে স্বাগত বক্তব্য দেন। সেমিনারে বুদ্ধিজীবী ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বন্ধুপ্রতিম ১২টি দেশের ২৩ জন সামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৭৬ জন প্রশিক্ষণার্থী সেমিনারে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও আইওএম এর সাবেক কর্মকর্তা জনাব আসিফ মুনীর রোহিঙ্গা বিষয়ে আলাদা গবেষণাপত্র উপস্থাপন করেন।

Exit mobile version