Site icon Jamuna Television

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নির্মূলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল: মির্জা ফখরুল

একটি কুচক্রী মহল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নির্মূলের চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেয়া প্রয়োজন বলে মনে করে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে মানুষ তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে।

বিএনপির এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও প্রায় বিনাচিকিৎসায় মারা গেছেন। একটি মহল জিয়া পরিবারকেও নির্মূলের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

এসজেড/

Exit mobile version