Site icon Jamuna Television

টাঙ্গাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ডিএমসি করেসপন্ডেন্ট:

টাঙ্গাইলের দেলদুয়ার থানা এলাকায় স্ত্রীর সাথে কথা কাটাকাটি দেরে স্বামীর দায়ের কোপে রুবি আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) ভোররাতে আহত অবস্থায় রুবি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দা রুবি আক্তারের মাথায় কোপ দেন স্বামী রুবেল মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, টাঙ্গাইল থেকে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহতের ঘটনায় স্বামী রুবেলকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। আমরা টাঙ্গাইলের দেলদুয়ার থানাকে খবর দিয়েছিলাম। তারা আসামিকে নেয়ার জন্য রওনা করেছে।

এসজেড/

Exit mobile version