Site icon Jamuna Television

থর ও ব্ল্যাক প্যান্থারের পর এবার স্পাইডারম্যান ভঙ্গিতে মেসি

ছবি: সংগৃহীত

থর, ব্ল্যাক প্যান্থারের পর এবার স্পাইডারম্যানের রূপে দেখা গেলো বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফসির বিপক্ষে গোল দেয়ার পর স্পাইডারম্যানের আইকনিক স্টাইলে উদযাপন করেন এলএমটেন। ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসির মায়ামি।

উদযাপনের শুরুটা হয়েছিল ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হওয়ার পরের ম্যাচ থেকেই। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। শেষ গোল করেই ফুটবল মাঠে থরের রূপ ধারণ করেন তিনি।

এরপর অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেন মেসি। সেদিন মেসি উদযাপন করেন ব্ল্যাক প্যান্থার ‘ওয়াকান্ডা ফরএভার’ এর অনুকরণে। এটিতে মেসিকে দেখা যায় দুই হাতকে আড়াআড়িভাবে বুকের ওপর রেখে উদযাপন করতে।

https://twitter.com/FCB_ACEE/status/1690209648622854144?s=20

মায়ামির হয়ে অভিষেক ম্যাচে গোল পেয়েছিলেন মেসি। স্টেডিয়ামে ৩ সন্তানসহ উপস্থিত ছিলেন জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো। সেদিন মার্ভেলের ক্যারেক্টারে নিজেকে না সাজালেও গোল পেয়েই ছুটে গিয়েছিলেন গ্যালারিতে থাকা পরিবারের কাছে।

মেসির উদযাপনের ক্ষেত্রে মার্ভেলের বাণিজ্যিক সম্পৃক্ততাকেই ইঙ্গিত করছে। এমএলএসের সঙ্গে অবশ্য মার্ভেলের সম্পৃক্ততা আছে। এর আগে গত জুনে এমএলএস, অ্যাডিডাস ও মার্ভেল জানায়, এমএলএ মার্সেন্ডাইজে মার্ভেলের সুপারহিরোদের দেখা যাবে। সব মিলিয়ে মেসির উদযাপনে বাণিজ্যের যুক্ত থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়ার সুযোগ নেই।

এদিকে, লিগস কাপের সেমিফাইনালের মঞ্চে মার্ভেলের আর কোনো চরিত্রের ভঙ্গিমায় দেখা যাবে এলএমটেনকে তা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের মাঝে। তবে ডিসি ফ্যানদের প্রত্যাশা ব্যাটম্যান বা সুপারম্যানের অবতারে দেখা যাবে বিশ্বসেরা লিওনেল মেসিকে।

/আরআইএম

Exit mobile version