Site icon Jamuna Television

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেন আনোয়ারুল হক

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সিনেটর আনোয়ারুল হক কাকার। শনিবার (১২ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) একজন আইনপ্রণেতা। খবর জিও নিউজের।

শনিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী নেতা রাজা রিয়াজ আজ এক বৈঠকে সিনেটর কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এরপরেই বহুল প্রত্যাশিত এই ঘোষণা দেয়া হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে ডন বলছে, শাহবাজ শরীফ এবং রাজা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারকে নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্ট আলভিকে সুপারিশ করেন। এরপরেই কার্যালয় থেকে এই বিবৃতি এসেছে।

এটিএম/

Exit mobile version