Site icon Jamuna Television

নজিরবিহীন দাবানলে মাউই দ্বীপের পাশে ভাসছে মরদেহ

হাওয়াই দ্বীপপুঞ্জের নজিরবিহীন দাবানলের ঘটনায় মাউই দ্বীপের পাশের সাগরে ভাসছে অনেক মৃতদেহ। উদ্ধারকর্মীরা বলছেন, দ্রুতগতিতে অগ্নিশিখা ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে মরিয়া শতাধিক মানুষ পানিতে ঝাঁপ দেন। খবর রয়টার্সের।

শুক্রবার (১১ আগস্ট) পর্যন্ত কোস্টগার্ডের নৌযান ৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

কোস্টগার্ড বলছে, শুরুতে ধোঁয়ার কারণে হিমশিম খেতে হয় হেলিকপ্টারের পাইলটদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকাজ জোরদার করেছে কোস্টগার্ড। এরমধ্যে উদ্ধার করা হয়েছে পানিতে ভাসতে থাকা কয়েকটি মৃতদেহ। যদিও উদ্ধারকর্মীরা সন্দিহান, নিখোঁজ সবার মৃতদেহ আদৌ পাওয়া যাবে কিনা।

এটিএম/

Exit mobile version