Site icon Jamuna Television

‘আন্দোলন ব্যর্থ হলে ৫০ বছরের কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়বে দেশ’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

এবারের আন্দোলন ব্যর্থ হলে দেশ ৫০ বছর কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সংকটের মুখে ফেলেছে। দেশকে দুইভাগে বিভক্ত করেছে, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতি একটি পরিবার ছাড়া অন্য কেউ করতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ। সংবিধানকে কেটে-ছেঁটে ফেলা হয়েছে। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট আওয়ামী লীগ দখল করে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপায়।

/এমএন

Exit mobile version