Site icon Jamuna Television

ভোটের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয়: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ, এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরও বলেন, বাংলাদেশ ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএন

Exit mobile version