Site icon Jamuna Television

এশিয়া কাপের ধারাভাষ্যে আতহার আলীসহ থাকছেন যে ১২ জন

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। শনিবার (১২ আগস্ট) দল ঘোষণার শেষ দিন। সবার আগেই দল ঘোষণা করেছে আয়োজক দেশ পাকিস্তান। শনিবার সকালে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখনও স্কোয়াড ঘোষণা করেনি ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। 

উত্তেজনাপূর্ণ এই আসরকে আরো প্রাণবন্ত করে তুলতে একঝাঁক ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে এসিসি। যেখানে প্রাধান্য পেয়েছে ভারতীয়রা, আছেন একাধিক পাকিস্তানিও। যেখানে সর্বাধিক পাঁচজন ধারাভাষ্যকার ভারতের। পাকিস্তানের চারজন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের থেকে আছেন একজন করে।

বাংলাদেশ থেকে একমাত্র ধারাভাষ্যকার হিসেবে থাকছেন আতহার আলী খান। দীর্ঘ বিরতির পর ফের মাইক্রোফোনের সামনে দেখা যাবে পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজাকে। এছাড়া রবি শাস্ত্রীর সাথে ধারাভাষ্য দিতে দেখা যাবে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, গৌতম গম্ভীর, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরাও আছেন প্যানেলে।

ধারাভাষ্য প্যানেল: গৌতম গম্ভীর (ভারত), ইরফান পাঠান (ভারত), রবি শাস্ত্রী (ভারত), সঞ্জয় মাঞ্জরেকার (ভারত), দীপ দাস গুপ্তা (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), বাজিদ খান (পাকিস্তান), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রমিজ রাজা (পাকিস্তান), রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা), আতহার আলী খান (বাংলাদেশ), স্কট স্টাইরিস (নিউজিল্যান্ড)।

/আরআইএম

Exit mobile version