Site icon Jamuna Television

‘মুজিব – একটি জাতির রূপকার’ এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা: তথ্যমন্ত্রী

ছবি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ফটো

বঙ্গবন্ধুর জীবন ও একটি জাতির জন্ম নিয়ে এক নিঃশ্বাসে দেখার মতো ‘মুজিব – একটি জাতির রূপকার’ অসাধারণ চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে বঙ্গবন্ধু বায়োপিক ‘মুজিব – একটি জাতির রূপকার’ এর সেন্সর সনদ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসা করে বলেন, যারা যে চরিত্রে অভিনয় করেছেন তাদের চেহারার মিল আছে। আমি দুইবার ছবিটা দেখেছি, আরও কতবার যে দেখবো জানি না। ছবিটা এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো, কোনো ক্লান্তি আসবে না। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি খুব তাড়াতাড়ি মুক্তি দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।

এটিএম/

Exit mobile version