Site icon Jamuna Television

বাপ-ব্যাটায় বসে দেখতে পারবে না, এমন ছবিতে কাজ করবো না: রঞ্জিত মল্লিক

পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার অন্যতম নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক। পারিবারিক সিনেমায় সুখ্যাতি রয়েছে তার বরাবরই। বয়স এখন আশি ছুঁইছুঁই। চলতি সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে তার ওয়েব সিরিজ। সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’।

নিজের অবসরের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি তো মাঝে সাত বছর অবসর জীবনেই ছিলাম। একটা ছবিও করিনি। অবসর জীবন থেকে আবার শুটিং ফ্লোরে ফেরার পিছনে দর্শকদের আবদারকেই দায়ী করলেন তিনি

তিনি বলেন, আমরা পারিবারিক ছবিতে অভিনয় করে বড় হয়েছি। বাপ-ব্যাটায় বসে দেখতে পারবে না, এ রকম কোনো ছবিতে আমি অভিনয় করবই না।

কারণ হিসেবে তিনি বলেন, ৫০ বছরের অভিনয় জীবনে বিভিন্ন বয়সি দর্শকের কাছে এখনও যে ভালবাসা পেয়েছেন, তার অমর্যাদা করতে চান না অভিনেতা।

চলতি বছরে এখনও পর্যন্ত নতুন কোনও প্রোজেক্টে এখনও সম্মতি জানাননি অভিনেতা। তবে রঞ্জিত অভিনীত ‘তারকার মৃত্যু’ এবং ‘লক্ষ্মী দারোগা’ ছবি দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: আনন্দবাজার।

এটিএম/

Exit mobile version