Site icon Jamuna Television

মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

গত কয়েক বছর যাবৎ মানুষ ভোট দিতে পারেনা, শয়তানরা ভোট দেয়। এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। বলেন, দিনের ভোট রাতে হয়।

শনিবার (১১ আগস্ট) বেলা ৪টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম, আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করিনা আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। আমরা ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গিয়েছিলাম।

এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

এটিএম/

Exit mobile version