Site icon Jamuna Television

মেয়েরা কীসে আটকায়? জানালেন জায়েদ খান

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্ন মানুষের নজর কাড়ছে। সেটি, মেয়েরা কীসে আটকায়? এ নিয়ে সাধারণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তুলে ধরেছেন তাদের অভিমত। এবার ঢাকাই চলচ্চিত্র নায়ক জায়েদ খান জানালেন এ বিষয়ে তার মতামত।

সাংবাদিকদের জায়েদ খান জানান, নারীরা তাকে নিয়ে কখনও বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে। তিনি বলেন, এবার আমেরিকায় গিয়ে আমার বন্ধুরা বলেছে, তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সাথে বলবা না।

তিনি বলেন, একজন ছেলে আমার ছবিতে বাজে মন্তব্য করেছিল, কিন্তু এর পরেই তার স্ত্রী আমাকে ম্যাসেজ দিয়ে বলেছে, আপনি আমার হাজবেন্ডের কথায় কিছু মনে করবেন না। উনি আপনাকে নিয়ে জেলাস।

মেয়েরা কীসে আটকায় এমন প্রশ্নের জবাবে এই নায়ক বলেন, এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারী জায়েদ খানে আটকায়।

এটিএম/

Exit mobile version