Site icon Jamuna Television

ক্রাইমিয়া সেতুতে ইউক্রেনের হামলার চেষ্টা, প্রতিহতের দাবি মস্কোর

ক্রাইমিয়া সেতুতে দুইটি ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। তবে, তা প্রতিহত করেছে বলে দাবি করেছে মস্কো। শনিবার (১২ আগস্ট) এই অভিযোগ করেছে রাশিয়া। যদিও এ নিয়ে এখনও মন্তব্য করেনি কিয়েভ। খবর আল জাজিরার।

টেলিগ্রাম বার্তায় রুশপন্থি ক্রাইমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেতুর কাছে দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে জানিয়েছে, এ ধরনের হামলা চেষ্টা নিরপরাধ বেসামরিক মানুষের জীবন হুমকিতে পড়েছে। অবশ্যই প্রতিশোধ নেয়া হবে।

১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রাইমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কয়েকবার হামলার শিকার হয়েছে সেতুটি।

/এমএন

Exit mobile version