Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভয়াবহ বিস্ফোরণের শিকার হলো একটি ভবন। শনিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকালে হয় এ দুর্ঘটনা। প্রাণ গেছে ৪ জনের। খবর নিউ ইয়র্ক টাইমসের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনটিতে। বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। এ সময় কাছাকাছি আরও তিনটি ভবন বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি।

এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। দ্রুত তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

এসজেড/

Exit mobile version