Site icon Jamuna Television

নিলামে উঠলো টাইটানিকে কেট উইন্সলেটের পরা ওভারকোট

১৯১২ সালে ১৩ এপ্রিল ডুবে যায় বিলাসবহুল জাহাজ টাইটানিক। এরপর ১৯৯৭ সালে হলিউড নির্মাতা জেমস ক্যামেরন নির্মাণ করেন টাইটানিক। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও।

টাইটানিক সিনেমায় কেট একটি গোলাপি রঙের ওভারকোট পরেছিলেন। এবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান সেই কোটটি নিলামে তুলেছে।

প্রতিষ্ঠানটির সিইও আশা করছেন, ওভারকোটটির দাম ১ লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে নিলামে ৫ জন ব্যক্তি অংশ নিয়েছেন। এতে ৩৪ ডলার পর্যন্ত দাম উঠেছে।

অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।

এটিএম/

Exit mobile version