আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে, কোনোকিছুতেই কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির চেতনার দৈন্যতা আছে। তাই দেশের উন্নয়ন তারা দেখে না। বিএনপির পাকিস্তান প্রীতি আছে মন্তব্য করে তাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন উন্নত দেশ গড়তে। সেই পথ ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনেক ষড়যন্ত্র আছে। আগামী নির্বাচনকে ঘিরেও অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র ১৪ সালেও ছিল, ১৮’তেও ছিল। কোনো ষড়যন্ত্রেই লাভ হবে না। দেশ অব্যাহতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।
আরও পড়ুন: আন্দোলন শুরু হলেই পশ্চিমা বিশ্বকে দেখাতে জঙ্গি নাটক শুরু করে সরকার: ফখরুল
/এম ই

