Site icon Jamuna Television

সৌদি ক্লাব আল হিলালে যাচ্ছেন নেইমার!

ছবি: সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের প্রাণভোমড়া নেইমার, এমন খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এরমধ্যেই নতুন খবর জানালেন ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো। তার দাবি, ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বিশাল অংকের প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে।

শনিবার (১২ আগস্ট) ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো টুইটে লেখেন, আল হিলাল নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে। সূত্র জানিয়েছে, প্রস্তাবটা বিশাল অঙ্কের।

রোমানো এরপর আরেকটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, আলোচনা চলছে। অফিশিয়াল কাগজপত্র নেইমারের আলোচকদের কাছে পাঠানো হয়েছে। নেইমার ও আল হিলালের পরের ধাপের আলোচনা শুরু হয়েছে।

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে লিগে ভিড়িয়ে প্রথমবারের মতো ফুটবলবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সৌদি প্রো লিগ। পর্তুগিজ তারকার পর করিম বেনজেমা, কন্তে, ফিরমিনোদের মতো একাধিক ফুটবল সেনসেশনকে নিজেদের লিগে টেনে যাচ্ছে আরব দেশটি। শেষ পর্যন্ত নেইমারকে আল হিলাল দলে ভেড়াতে পারলে নতুন চমক দেখবে ফুটবল বিশ্ব।

/আরআইএম

Exit mobile version