Site icon Jamuna Television

দুই বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার চারটি বিষয়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বোর্ডটির অধীনে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে স্থগিত হওয়া আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১ অক্টোবর, ৩ অক্টোবর, ৫ অক্টোবর ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। এসব বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে বলে জানানো হয়। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে।

এদিকে, এখনও কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়নি।

/এমএন

Exit mobile version