Site icon Jamuna Television

‘ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়, বেশি লাভ করলে প্রশাসনিক ব্যবস্থা’

একটি ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়, কেউ বেশি লাভ করলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরও বলেন, প্রতিটি ডিম উৎপাদনে সাড়ে ১০ টাকা খরচ হয়। কেউ অন্যায্য লাভ করলে ব্যবস্থা নেবে প্রশাসন ও ভোক্তা অধিদফতর।

পোল্ট্রি খাতে অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে এ সময় রেজাউল করিম বলেন, ডিম আমদানি করা কিংবা না করার বিষয়টি অন্যভাবে বিবেচনা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

/এমএন

Exit mobile version