Site icon Jamuna Television

‘দাদাগিরি ১০’ নিয়ে আসছেন সৌরভ গাঙ্গুলি

'দাদাগিরি'র অনুষ্ঠান সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। ছবি: ফেসবুক

এবার আসছে দাদাগিরির নতুন সিজন। এক বছর পর কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির ‘সিজন ১০’ শুরু হতে যাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (১২ আগস্ট) এই খবর নিজেই ঘোষণা করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নতুন সিজনের ঝলকের বিষয়টি জানিয়ে তার ফেসবুক টাইমলাইনে একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’। সেখানে দেখা যায়, সিংহাসনের মতো একটি চেয়ারে মুখে হালকা হাসি নিয়ে বসে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘দশম সিজন.. দাদাগিরি’।

ছবি: ফেসবুক

প্রসঙ্গত, দাদাগিরি প্রচার করে আসছে কলকাতার টেলিভিশন চ্যানেল ‘জি বাংলা’। শুরু থেকে এই অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন (এক সিজন বাদে) ভারতীয় ক্রিকেটের সাবেক এ অধিনায়ক। সৌরভ জানালেও দাদাগিরির নতুন সিজন শুরুর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি টেলিভিশন চ্যানেলটি। এমনকি শুরুর তারিখ জানাতে পারেননি প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টও।

/এএম

Exit mobile version