Site icon Jamuna Television

কাবুলে বোমা হামলায় ২০ জন নিহত

আফগানিস্তানের কাবুলে একটি স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলায় প্রাণ গেছে ২০ জনের। বুধবারের এ হামলায় আহত হয়েছে অন্তত ৭০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দস্ত-ই-বারচি শহরের ক্লাবটিতে প্রথম আত্মঘাতী হামলায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। ব্যবস্থা গ্রহণে নিরাপত্তা বাহিনী এগিয়ে এলে চালানো হয় দ্বিতীয় হামলা। এ ঘটনায় দেশটির সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল টোলো নিউজের দুই সাংবাদিকও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন স্থানীয় বিভিন্ন চ্যানেলের বেশ কয়েকজন সাংবাদিক।

এখনও ঘটনার দায় স্বীকার করেনি কেউ। তবে গেল কয়েক বছরে শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে বেশ কয়েকবার একই ধরনের হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। গেলো এপ্রিলেও কাবুলে এক জোড়া বোমা হামলায় ৯ গণমাধ্যম কর্মীসহ নিহত হয় ২৫ জন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version