Site icon Jamuna Television

ভারতের হিমাচলে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৬

ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। এরমধ্যে সিমলাতে একটি মন্দির ধসে নিহত হয়েছেন ৯ জন। বাকিরা সোলান জেলার বাসিন্দা। খবর দ্য হিন্দুর।

কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৩ আগস্ট) রাত থেকেই রাজ্যজুড়ে শুরু হয় ভারী বৃষ্টি। রোববার থেকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। ফলে পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সোলান জেলার একটি গ্রামে ভেসে যায় বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। এতে প্রাণ যায় ৭ জনের।

অন্যদিকে সিমলায় ভূমিধসের কারণে একটি মন্দির বিধ্বস্ত হয়ে ৯ জন মারা যান। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বেশ কয়েকজন।

দুর্যোগের কারণে রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সিমলা ছাড়াও কুল্লু, মানডিসহ বেশ কয়েকটি জেলায় আরও ভারী বৃষ্টিপাতের শঙ্কা জানিয়েছে আবহাওয়া দফতর। টানা কয়েকদিনের বৃষ্টিতে এখন পর্যন্ত দুই শতাধিক সড়ক বন্ধ হয়ে গেছে।

এসজেড/

Exit mobile version