Site icon Jamuna Television

সেপ্টেম্বরে একদিনেই দেড়শ সেতুর উদ্বোধন হবে: ওবায়দুল কাদের

ছবি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীর সেতুভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, সেপ্টেম্বরে একদিনেই দেড়শ সেতুর উদ্বোধন হবে। আর অক্টোবরের মাঝামাঝি চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল চলাচল।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হাওয়া থেকে পাওয়া’ এমন দিবাস্বপ্ন বিএনপি অনেকদিন ধরেই দেখছে। কিন্তু তাদের এই দিবা স্বপ্ন, দিবা স্বপ্নই থেকে যাবে।

বিদেশিরা শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা তত্ত্বাবধায়ক বা সংসদ বিলুপ্তি নিয়ে কথা বলেননি। তিনি সাফ জানিয়ে দেন, তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সংসদও বিলুপ্ত হবে না।

এটিএম/

Exit mobile version