Site icon Jamuna Television

জনমতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে: কাদের

ওবায়দুল কাদের-ফাইল ছবি

সংসদ নির্বাচনে জনমতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, শুধু দলে গ্রহণযোগ্যতা থাকলেই মনোনয়ন পাওয়া যাবে না, জনগণের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে তিনি মনোনয়ন পাবেন না।

বৃহস্পতিবার সকালে, আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে যৌথসভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনের আগে আওয়ামী লীগের কোনো নতুন কমিটি করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

২৭ ডিসেম্বর নির্বাচন হতে পারে- অর্থমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দল বা ব্যক্তি নয়, এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। সবাইকে নিজ নিজ অবস্থান ও সীমাবদ্ধতা মাথায় রেখে কথা বলার আহ্বান জানান কাদের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version