Site icon Jamuna Television

জঙ্গিগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, খালেদা জিয়া ও ফখরুল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, বিএনপি এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জঙ্গিগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। জঙ্গি দমন ইস্যুকে নাটক বলায় এ সময় মির্জা ফখরুলের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, কোনো জঙ্গিগোষ্ঠীকে বিদেশিরা সমর্থন দেয় না। কেউ-ই বিএনপিকে সমর্থন দেবে না।

তথ্যমন্ত্রী আরও দাবি করেন, মার্কিন দূতাবাসের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খারাপ মানুষ বলা হয়েছে।

তিনি আরও বলেছেন, বিএনপি নেতারা আহত হওয়ার নাটক করছে। তাই তাদের কেউ সমর্থন করছে না। আর বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে। শোকের মাসে কেক কাটার রাজনীতি করে।

/এমএন

Exit mobile version