Site icon Jamuna Television

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত পাল

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি ও কো-অর্ডিনেটরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেবব্রত পাল। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কিছু উল্লেখ করেননি বলে জানা গেছে। পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে বোর্ড সিদ্ধান্ত নেবে।

বিসিবির পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিসিবি থেকে জানানো হয়েছে, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত। দেবব্রত পাল বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক। 

কেন ম্যাচ রেফারি ও কো-অর্ডিনেটরের পদ ছাড়লেন, সেটা কি কোয়াবের স্বার্থে নাকি অন্য কিছু- সে বিষয়ে মুখ খোলেননি দেবব্রত। যোগাযোগ করা হলে জানান- পদত্যাগের বিষয়ে এখন কিছু বলবেন না তিনি।

/আরআইএম

Exit mobile version