এশিয়া কাপকে সামনে রেখে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলনের দ্বিতীয় দিনেও হাজির বেরসিক বৃষ্টি। দুই ঘণ্টা দেরিতে শুরু হয় অনুশীলন। সেন্টার উইকেটে স্কিল ও ফিটনেস ট্রেনিং হয়েছে মিডিয়ার চোখ এড়িয়ে। এদিনও মাত্র ১৫ মিনিটের জন্য অনুশীলনের ছবি তোলার সুযোগ পায় গণমাধ্যমগুলো।
সোমবার (১৪ আগস্ট) মিরপুরে দুপুর ২’টায় অনুশীলন শুরুর কথা, কিন্তু ভেজা মাঠের কারণে সময় পেছায় প্রায় দুই ঘণ্টা। মাঝে প্যাড পরা মুশফিককে দেখা গেলেও তখনও অন্তরালে পুরো দল। পরে বৃষ্টি পুরোপুরি বন্ধ হলে দেখা মেলে নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ’দের।
ততক্ষণে ব্যাট বলের সম্পর্কটা টিউনিং করতে পাশেই চলছিল মুশফিক-আফিফ’দের নকিং। কিছুটা সামনেই রাগবি বল নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন টাইগারদের বোলিং কোচ আল্যান ডোনাল্ড। পরে এক কোচিং স্টাফও যোগ দেন এই প্রোটিয়ার সাথে।
টাইগারদের গুরু চান্দিকা হাথুরুসিংহে মাঠে ঢুকেই সৌজন্য সাক্ষাৎ করেন স্বদেশি গামিনীর সাথে। পরে এই লংকান কিউরেটরকে নিয়ে সোজা চলে যান সেন্টার উইকেটে। লম্বা সময় ধরে আলোচনা চলে তাদের মধ্যে।
এরপরেই পিচ কাভার সরিয়ে উইকেটের দুই প্রান্ত দখল করে ৬টি স্ট্যাম্প। স্কিল ও ফিটনেস ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে টাইগারদের শিডিউলে ছিল সেন্টার উইকেটে নিজেদের ব্যাটিং স্কিল ঝালিয়ে নেয়া। গোপনীয়তার কারণে গণমাধ্যম সেই দৃশ্য আর দেখতে পারেনি।
আর এর মাঝেই আকাশের অঝোর ধারার কান্নার কারণে আগুন ধরে যায় মিরপুরের ফ্লাইড লাইটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটে এই দুর্ঘটনা, দ্রুত বন্ধ করে দেয়া হয় সুইচ। তবে আশার কথা ঘণ্টাখানেকের মাঝেই লাইট গুলো আবার ঠিক করে ফেলেন ইলেকট্রিশিয়ানরা।
/আরআইএম

