
ফাইল ছবি
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন ও ঊর্মি খাতুন নামে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে তারা মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, সোমবার দুপুরে নিজ বাড়ির মাটির দেয়াল লেপনের কাজ করছিলেন গৃহবধু আম্বিয়া খাতুন। এ সময় ওই মাটির দেয়াল ভেঙ্গে তার ওপর পড়লে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আম্বিয়া। অন্যদিকে, দুপুরে ভবানীপুর স্লুইস গেট এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ঊর্মি খাতুন। তাকে ডুবে যেতে দেখে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা প্রথমে পানিতে নেমে খোঁজাখুজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঊর্মির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।
/এসএইচ



Leave a reply