Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ১৮ প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১৬ জনে। রোববার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এই ১৮ জনের মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১৯ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫৬১ জন।

সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতেরর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩ হাজার ৬৬৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ২২৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরের ৩৮ হাজার ৮৩৭ জন।

/এমএন

Exit mobile version