Site icon Jamuna Television

ব্রিটেনের ট্রান্সফার ফি’র নতুন রেকর্ড গড়ে চেলসিতে কাইসেডো

ছবি: সংগৃহীত

মোইসেস কাইসেডোকে দলে পাবার লড়াইয়ে ছিল লিভারপুল, তবে অলরেডদের হারিয়ে এই মিডফিল্ডারকে দলে টানলো চেলসি। ব্রিটেনের ট্রান্সফার ফি’র নতুন রেকর্ড গড়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে মিডফিন্ডার কাইসেডোকে নিজেদের করে নিয়েছে ব্লুজ’রা।

২১ বছর বয়সী এই ফুটবলারকে আট বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

ট্রান্সফার ফি নিয়ে অবশ্য ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, এজন্য চেলসির খরচ হচ্ছে ১১ কোটি ৫০ লাখ পাউন্ড। অর্থাৎ এক বছরের মধ্যে দু’বার ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে দিল ক্লাবটি। গত জানুয়ারিতে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে তারা দলে টানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে।

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রাজিও রোমানো জানিয়েছেন, ইতোমধ্যে কাইসেডোর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সঙ্গে তার চুক্তি হবে ২০৩১ সাল পর্যন্ত, যা ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো যাবে।

/আরআইএম

Exit mobile version