Site icon Jamuna Television

ইতালির নতুন কোচ হচ্ছেন স্প্যালেত্তি!

ছবি: সংগৃহীত

রবার্তো ম্যানচিনি সরে দাঁড়ানোর পর ইতালির নতুন কোচ হচ্ছেন নাপোলিকে ৩৪ বছর পর লিগ শিরোপা জেতানো লুসিয়ানো স্প্যালেত্তি। আগামী ৪-৫ দিনের মধ্যে নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

ধারণা করা হচ্ছে ২০২৪ সালের ইউরোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দ্বায়িত্ব দেয়া হতে পারে ৬৪ বছর বয়সী এই কোচকে। এরআগে সবশেষ মৌসুমে নাপোলির হয়ে স্বপ্নের এক বছর পার করেন স্প্যালেত্তি। তার অধীনে ৩৪ বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করে ক্লাবটি। এই সাফল্যের পর ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি।

এক বছরের বিশ্রামের কথা বললেও নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। এরআগে হঠাৎ ইতালির জাতীয় দলের দ্বায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। গুঞ্জন আছে এশিয়ান দেশ সৌদি আরবের কোচ হতে যাচ্ছেন তিনি।

/আরআইএম

Exit mobile version