Site icon Jamuna Television

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধু সোনিয়া খাতুন (৩২) কলারোয়া সদরের ঝিকরা গ্রামের মালয়েশিয়া প্রাবাসী মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই সাহাজুর সরদার জানান, পাঁচদিন আগে বাড়িতে থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন সোনিয়া। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এই দম্পতির ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৬ জন। এখন পর্যন্ত জেলায় মারা গেছে দুইজন।

/আরআইএম

Exit mobile version