Site icon Jamuna Television

কক্সবাজারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

কক্সবাজারে প্লাবিত এলাকাগুলোতে পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে সর্বত্র। মাতামুহুরী নদীর কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ভাঙনের কারণে চকরিয়ার ৭টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ শতাধিক গ্রামের অনেকে এখনও আশ্রয়হীন। এছাড়া, নদী ভাঙনে বিলীন হয়েছে অনেক ঘরবাড়ি।

প্লাবনে রাস্তাঘাটসহ ফসলী জমির ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। সড়ক বিভাগের তথ্যমতে, এলজিইডির ৮০.৭৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৫৯ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনষ্ট হয়েছে ৪৭টি ব্রিজ-কালভার্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার ৬শ’ ৩৮ হেক্টর জমি। ভেসে গেছে ১ হাজার ৭৫২টি পুকুর-দিঘীর মাছ ও ৮৩২টি মৎস্য ঘের।

এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলছে স্থানীয় প্রশাসন। সব ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

/এমএন

Exit mobile version