Site icon Jamuna Television

পাহাড়ে নতুন জঙ্গি আস্তানার সন্ধান, গুলি ও বিস্ফোরক উদ্ধার

জঙ্গি আস্তানার খোঁজে কালা পাহাড়ে অভিযান চালায় সিটিটিসি ও স্থানীয় পুলিশ।

মৌলভীবাজার করেসপন্ডেন্ট:

মৌলভীবাজারে কুলাউড়ার কালা পাহাড়ে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান চালিয়ে গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় পুলিশ ও সিটিটিসির সদস্যরা দুর্গম পাহাড়টিতে নতুন জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেন।

এর আগে, জঙ্গি সম্পৃক্তার অভিযোগে গেলো শনিবার ১০ জনকে গ্রেফতারের পর গতকাল সোমবার আরও ১৭ জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। রাতভর আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা দুর্গম কালা পাহাড়ে আরেকটি আস্তানার তথ্য দেয়।

প্রথম আস্তানা থেকে নতুন এই আস্তানার দূরত্ব তিন ঘণ্টার হাঁটা পথ। আটককৃত জঙ্গিদের দেয়া তথ্যেই সকাল থেকে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

/এমএন

Exit mobile version