Site icon Jamuna Television

মাত্র দুইশ টাকার জন্য কুপিয়ে হত্যা করা হয়েছিল যুবককে, সাভারে আটক খুনি

পাবনা প্রতিনিধি:

পাবনায় মাত্র দুই শত টাকা পাওয়াকে কেন্দ্র করে সংঘঠিত রিপন হত্যার মূল হত্যাকারী হৃদয়কে (২২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে সাভারের আশুনিয়া কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃত হৃদয় আতাইকুলার থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়ার রজিম উদ্দিনের ছেলে। আর নিহত রিপন একই এলাকার খোরশেদ মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে র‍্যাব কর্মকর্তা তৌহিদুল মবিন খান জানান, দুই শত টাকা পাওয়াকে কেন্দ্র করে রিপনের সাথে তার প্রতিবেশী ভাতিজা হৃদয়ের বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করে গত ১২ জুলাই সকালে পূর্বপরিকল্পিতভাবে রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হৃদয়। ঘটনার ১২ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপন (২৬)। ঘটনার পর থেকে পালাতক ছিল হৃদয়।

র‍্যাব জানায়, প্রথমে এটি সাধারণ মামলা ছিল। রিপনের মৃত্যুর পর তা হত্যা মামলায় পর্যবসিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুনিয়া কাঠগড়া এলাকা থেকে হৃদয়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

/এএম

Exit mobile version