Site icon Jamuna Television

রুশ পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৫

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

রাশিয়ার দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে হওয়া ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। সোমবারের (১৪ আগস্ট) এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৬৬ জন। খবর আলজাজিরার।

মৃতের সংখ্যা বাড়ার তথ্য নিশ্চিত করে রাশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত পৌনে ১০টা নাগাদ মাখাশকালা শহরে ঘটে এ বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এখনও কাজ করছেন ফায়ার ব্রিগেডের সদস্যরা। গুরুতর দগ্ধদের উদ্ধারে ব্যবহার করা হয় হেলিকপ্টার।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণে সাড়ে ৬ হাজার বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গায়-জায়গায় তৈরি হয়েছে আগুনের কুণ্ডলী। বিস্ফোরণের মূল কারণ এখনো জানা যায়নি। ত্রুটিপূর্ণ একটি গাড়িতে জ্বালানি দেয়ার সময়ই হয় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসএইচ

Exit mobile version