Site icon Jamuna Television

জেরিকো শরণার্থী শিবিরে রাতভর তাণ্ডব, ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

অধিকৃত পশ্চিমতীরের জেরিকো শহরের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

নিহত কুশে আল ওয়ালাজি ও মোহাম্মদ নুজুম (টুইটার থেকে সংগৃহীত ছবি)।

সোমবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে জেরিকো শরণার্থী শিবিরে ট্যাংক-সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। অভিযানের সময় ইসরায়েলি সেনাদের গুলি আহত হন ২ জন। পরে তাদের হাসপাতালে নেয়া হলে ওই দুই ফিলিস্তিনিকে মৃত বলে ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসকরা।

/এসএইচ

Exit mobile version