Site icon Jamuna Television

পুতিন-কিমের চিঠি বিনিময়: সাম্রাজ্যবাদ গুড়িয়ে দিতে পাশে থাকার অঙ্গীকার

ছবি: রয়টার্স।

চিঠি বিনিময় করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্রাজ্যবাদকে গুড়িয়ে দিতে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার করেন দু’জন। খবর রয়টার্সের।

জাপানের কাছ থেকে কোরিয়ার স্বাধীনতা অর্জনের ৭৮তম বার্ষিকী উপলক্ষ্যে তারা একে অপরকে চিঠি দেন। মঙ্গলবার পুতিনকে দেয়া চিঠিতে কিম জং উন লেখেন, ২য় বিশ্বযুদ্ধে জাপানের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সময় গড়ে উঠেছিল কোরিয়া ও রাশিয়া ঐতিহাসিক বন্ধুত্ব। বর্তমানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে পিয়ংইয়ং ও মস্কো। অভিন্ন লক্ষ্য অর্জনে পরস্পরকে সমর্থন ও নিরাপত্তা সহযোগিতার কথাও লেখেন।

অন্যদিকে, কিমকে লেখা চিঠিতে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের কথা বলেন পুতিন। গেলো মাসেই উত্তর কোরিয়া সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম পিয়ংইয়ং গেলেন কোনো রুশ প্রতিরক্ষামন্ত্রী।

/এমএন

Exit mobile version