Site icon Jamuna Television

মিয়ানমারের জেড খনিতে ধস, নিহত ২২

মিয়ানমারে জেড খনিতে ভূমিধস। ছবি: রয়টার্স

মিয়ানমারের কাচিন প্রদেশে জেড খনিতে দুর্ঘটনায় অন্তত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ২০ জন। খবর রয়টার্সের।

সোমবার (১৪ আগস্ট) কাচিন রাজ্যের দুর্গম পার্বত্য এলাকায় ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অঞ্চলটি জেড খনির জন্য সুপরিচিত। দুর্গম পার্বত্য এলাকার খনিটিতে কাজ করছিল ৪২ জন শ্রমিক। ভূমিধসের সময় গড়িয়ে ১ হাজার ফুট নিচের একটি হ্রদে পড়ে যায় তারা। দুর্ঘটনার পর শতাধিক কর্মী যোগ দেয় তল্লাশি অভিযানে। টানা বৃষ্টিতে কঠিন হয়ে পড়ে উদ্ধার তৎপরতা।

মে থেকে অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে মিয়ানমারের এই এলাকায় প্রাণঘাতী ভূমিধস হয়ে থাকে। ২০২০ সালের জুলাইয়েও ভয়াবহ খনি দুর্ঘটনা হয়েছিল শহরটিতে। মৃত্যু হয় ১৬২ জনের। বিশ্বের মোট উৎপাদিত জেডের ৯০ শতাংশই হয় মিয়ানমারে। যার প্রধান ক্রেতা চীন। কয়েক বিলিয়ন ডলারের এই শিল্পের সাথে জড়িত ক্ষমতাসীন জান্তা প্রশাসনের অনেক মিত্র সংগঠন।

/এএম

Exit mobile version