Site icon Jamuna Television

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, চীন হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দফতরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান-ও।

এম এ মান্নান বলেছেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে চীন বিনিয়োগ করতে চায়। আর বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা।

এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু। দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ঢাকাকে সব রকম সহযোগিতা করবে বেইজিং। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ, সেসব ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।

বিদেশি ঋণ পরিশোধ নিয়ে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও এ সময় উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।

/এমএন

Exit mobile version