Site icon Jamuna Television

সুপার কাপের ফাইনালে রাতে মুখোমুখি ম্যান সিটি ও সেভিয়া

ছবি: সংগৃহীত

উয়েফা সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বুধবার দিবাগত রাতে (১৭ আগস্ট) মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ও ইউরোপা লিগের শিরোপাধারী সেভিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

একচেটিয়া আধিপত্যে সবশেষ প্রিমিয়ার লিগ শেষ করেছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগেও সেই একচেটিয়া পারফরমেন্স ধরে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের প্রথম সুপার কাপ হলেও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ম্যানচেস্টার সিটি। তবে পেপ গার্দিওলার জন্য এই শিরোপার সামনে দাঁড়ানো প্রথম নয়।

এদিকে, রেকর্ড সপ্তমবারের মতো ইউরোপা লিগ জেতার পথে কোয়ার্টার ফাইনালে সেভিয়া হারিয়েছে সিটিরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে। গত মার্চে নতুন কোচ হিসেবে হোসে লুই মেন্দিলিবারকে পাওয়ার পর যেন নতুন করে জেগে উঠেছে দলটি। ক্লাব ফুটবলে এই দুই দলের চারবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে সিটিজেনরা।

/এম ই

Exit mobile version