
খুলনায় কলেজ ছাত্র বদরুদ্দোজা হত্যা মামলায় দশজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন দুইজন।
দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এই রায় দেন।
রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলো। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ আগষ্ট তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় মারা যায় বদরুদ্দোজা। এ ঘটনায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা হয়।
 
				
				
				
 
				
				
			


Leave a reply