Site icon Jamuna Television

বাবা হচ্ছেন শান্ত

ছবি: সংগৃহীত

বাবা হতে যাচ্ছেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। নিজ জেলা রাজশাহীর মেয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে ২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন তিনি।

সাম্প্রতিক সময়কার পারফরমেন্স দিয়ে কিছুদিন আগেই পেয়েছেন এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার সুখবর। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেলেন নাজমুল হাসান শান্ত। তার পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য। গত মঙ্গলবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত অসাধারণ ব্যাটিং করছেন প্রায় প্রতিটি সিরিজেই। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। শান্তর এই ফর্ম বাংলাদেশের দর্শকেরা দেখতে চাইবে এবার বিশ্বকাপেও।

/আরআইএম

Exit mobile version