Site icon Jamuna Television

ফের মস্কোয় হামলার চেষ্টা ইউক্রেনের; ধ্বংস করা হয়েছে ৩টি ড্রোন, দাবি ক্রেমলিনের

আবারও মস্কোয় ড্রোন হামলার চেষ্টা চালালো ইউক্রেন। অবশ্য কিয়েভের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করছে ক্রেমলিন। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, মস্কোর দক্ষিণাঞ্চলে ছোঁড়া হয়েছে তিনটি ড্রোন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। এরপরই ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করে রুশ বাহিনী। সমরাস্ত্র তৈরির একটি কারখানাও ধ্বংস করা হয়।

মূলত, ক্রাইমিয়ার কের্চ ব্রিজে ইউক্রেনের হামলা চেষ্টার পর অভিযান জোরালো করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, শনিবার ড্রোন হামলা চালানো হয় সেতুটিতে। এর আগে খেরসনে তাণ্ডব চালায় রুশ বাহিনী। যাতে শিশুসহ প্রাণ যায় একই পরিবারের বেশ কয়েকজনের।

এসজেড/

Exit mobile version