Site icon Jamuna Television

নাটোরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে পৃথক দুটি মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে এই রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামের লোকমান আলীর ছেলে জাকির হোসেন এবং নিজামপুর গ্রামের একরামুল হকের ছেলে শাহাবুল হক।

জজকোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৭ সালের ৭ ডিসেম্বর নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুড়িয়ায় চেকপোস্ট থেকে শাহাবুল হককে ৮০ গ্রাম হেরোইনসহ আটক করে বনপাড়া হাইওয়ে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে, ২০২২ সালের ২২ মে বনপাড়া বাইপাসে যাত্রীবাহী বাস থেকে ৩শ ১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা ঘটনার পর থেকেই কারাগারে রয়েছেন। মামলার স্বাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে বুধবার জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং শাহাবুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

/এএম

Exit mobile version