Site icon Jamuna Television

ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরলেন তাওহিদ হৃদয়

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতি নিতে মিরপুরের হোম অব ক্রিকেটে বুধবার বিকেলে অনুশীলন করেছে বাংলাদেশ। দিবা রাত্রির ম্যাচের জন্য প্রস্তুত হতে চলছে টাইগারদের প্রাকৃতিক ও কৃত্রিম আলোয় অনুশীলন। এদিন টাইগারদের অনুশীলনে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন তাওহিদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করা এই তরুণ ক’দিন ছুটি কাটিয়ে প্রথমবার যোগ দিলেন এশিয়া কাপের ক্যাম্পে।

যথারীতি অনুশীলনের শুরুতে মাঠেই হয়েছে ছোট্ট টিম মিটিং। এরপর ওয়ার্মআপ সেরেছেন দলের সবাই। শুরুতে ফিল্ডিং অনুশীলন করেছে দল। ফিল্ডিং প্রাকটিসেও আনা হয়েছে ম্যাচের আবহ। সেন্টার উইকেট থেকে বিভিন্ন ভাবে বল ছোড়া হয়েছে ক্রিকেটারদের দিকে। কখনও উইকেটরক্ষক, কখনও স্লিপ আবার কখনও বল গেছে বাউন্ডারিতে। সদা প্রস্তুত থাকতে হয়েছে ক্রিকেটারদের।

ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে এখনও গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ান মুশফিকুর রহিম। এশিয়া কাপের আগে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং নিয়েও বেশ সিরিয়াস দেখা গেছে মুশি। এরপর সেন্টার উইকেটে হয়েছে ব্যাট-বলের অনুশীলন। লিটন দাস খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। তাই শুরুতে নাইম শেখ ও তানজিদ তামিম প্রতিদিনের মতোই করেছেন ব্যাটিং।

ক্লোস ডোর অনুশীলন হওয়ায় প্রথম ১৫ মিনিট পর আর টাইগারদের অনুশীলন কাভার করার সুযোগ হয়নি গণমাধ্যমের।

/আরআইএম

Exit mobile version