Site icon Jamuna Television

সাঈদীর মৃত্যু নিয়ে যা জানালো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা আন্তর্জাতিক নীতি অনুসরণ করে হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বুধবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সাঈদীর সকল চিকিৎসাবিধিতে আন্তর্জাতিক নীতি অনুসরণ করা হয়েছে। তার চিকিৎসায় হাসপাতালের সকল সংশ্লিষ্ট চিকিৎসক সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন।

আরও বলা হয়, পরদিন বিকেল ৬টা ৪৫ মিনিটে হঠাৎ দেলাওয়ার হোসাইন সাঈদী হৃদরোগে আক্রান্ত হন। এরপর অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট অনুযায়ী তার চিকিৎসা চলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি রাত ৮টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। এই রোগের গতিপ্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী পরিণতি সম্পর্কে তার সন্তান মাসুদ সাইদী জ্ঞাত আছেন।

এটিএম/

Exit mobile version