Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৫

আটককৃত পাঁচ মাদক কারবারি।

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা, হোরোইন ও ইয়াবাসহ মাদক কারবারে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার পশ্চিম জেলেপাড়ায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলো- খালিদ হাসান রবিন, মো. আকাশ, ইমরান রহমান মিঠুন, আক্তার হোসেন ও মো. কাউসার।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২৫০ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ও ৪’শ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করা হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version